‘ফার্নিচার’ তৈরিতে ব্যবহার হবে উন্নত রোবটিক প্রযুক্তি

উন্নত প্রযুক্তির রোবটকাঠের ‘ফার্নিচার’ বানাতে বিদ্যমান রোবটিক প্রযুক্তিকে আরও উন্নত করেছেন গবেষকরা। এই প্রযুক্তির সাহায্যে ফার্নিচার আরও সুন্দর হবে এবং এটি মানুষের নিরাপত্তাও নিশ্চিত করবে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইট) গবেষকরা এই প্রযুক্তিকে উন্নত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
গবেষকরা বলেছেন, মনুষ্যকর্মীর বিকল্প হিসেবে রোবটকে ব্যবহারের জন্য রোবটিক প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয়নি। তাদের মূল লক্ষ্য ছিল কাজটিকে কীভাবে আরও সহজ করা যায়। বিশেষ করে ফার্নিচারের নকশা তৈরির কাজসহ গুরুত্বপূর্ণ আরও জটিল কিছু কাজ করবে রোবট। এর মাধ্যমে মনুষ্যকর্মীর নিরাপত্তা বাড়বে।
গবেষকদল বলেন, প্রতি বছর হাজার হাজার কারিগর কাঠ চেরাই করতে এবং সেগুলোতে নকশা করতে গিয়ে আহত হন। এসময় তাদের হাত ও আঙুলে ক্ষতের সৃষ্টি হয়। এসব সমস্যা কমাতেই প্রযুক্তিটি ব্যবহার হবে। রোবটের সাহায্যে এই জটিল কাজগুলো করে ফেললে আর কোনও সমস্যা থাকবে না।
ফার্নিচার বানাতে অনেক আগে থেকেই রোবট ব্যবহার করা হচ্ছে। তবে সেগুলো জটিল কাজ করতে সক্ষম ছিল না। বর্তমানে এই প্রযুক্তির মাধ্যমে বিশেষ সব কাজ করা যাবে, যা ক্ষেত্রটিতে নতুন গতির সঞ্চার করবে।
বর্তমানে কারিগররা ফার্নিচার বানাতে যেসব প্রযুক্তি ব্যবহার করেন, তার চেয়ে এমআইটির উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহারে খরচ কমবে। ফলে নিজেদের ঝুঁকি কমাতে এবং অল্প সময়ে বেশি কাজ করতে এটা ব্যবহার করতে পারবেন কারিগররা।

সূত্র: বিবিসি, এনগেজেট