কাজী আইটির সঙ্গে চুক্তি করলো ভারতের ডাটা কোর সিস্টেমস

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানতথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি বিদেশি কাজ আনতে এবার ভারতের শীর্ষ কোম্পানির সঙ্গে চুক্তি করলো কাজী আইটি। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবনে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় একটি দ্বিপক্ষীয় চুক্তি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী।
কাজী আইটির সঙ্গে চুক্তির ফলে ভারতীয় ডাটা-কোর সিস্টেমস বাংলাদেশের বিভিন্ন হাসপাতালসহ শিক্ষা খাতের বিভিন্ন সফটওয়্যার তৈরির পরামর্শক হিসেবে কাজ করবে।
সুবীর কিশোর চৌধুরী বলেন, আগামীতে কাজী আইটির মতো যেকোনও প্রতিষ্ঠান এগিয়ে এলে তাদের পাশে থাকবে সরকার।
কাজী আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাইক কাজী বলেন, আমরা আশা করছি ২ বছরের মধ্যে আমরা কয়েক হাজার তরুণের কর্মসংস্থান করতে পারব। এদেশের তরুণদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে এখন শুধু প্রয়োজন সুযোগ দেওয়া।
এসময় ভারতীয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেপি সেনগুপ্তা, সুব্রত মুর্খাজী, দিপালী আহমেদসহ আরও অনেকে।