মেসেঞ্জার লাইটেও ভিডিও কল

মেসেঞ্জার লাইটে ভিডিও কলমেসেজিং অ্যাপ ‘মেসেঞ্জার লাইটে’ আরও একটি নতুন ফিচার যুক্ত হলো। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ফেসবুক মেসেঞ্জার লাইট -এর মাধ্যমে টেক্সট চ্যাটের পাশাপাশি ভিডিও কলও করতে পারবেন।
ফেসবুক এক ব্লগ পোস্টের মাধ্যমে মেসেঞ্জার লাইটে ভিডিও কল সুবিধা যুক্ত হওয়ার ঘোষণা দেয়। মেসেঞ্জার অ্যাপের ভিডিও চ্যাটের কিছু ম্যাট্রিক্সও প্রকাশ করা হয়েছে। সে অনুসারে গত বছর ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা এই অ্যাপটির মাধ্যমে ১৭ বিলিয়ন ভিডিও চ্যাট করেছে। এ সংখ্যা ২০১৬ সালের দ্বিগুণ।
এর জন্য ব্যবহারকারীকে প্রথমে মেসেঞ্জার লাইট অ্যাপটি ওপেন করতে হবে। তারপর যাকে আপনি ভিডিও কল করতে চান তার সঙ্গে বিদ্যমান চ্যাটের উপরে ডানদিকের কোণায় থাকা নির্দিষ্ট অপশনটিতে ক্লিক করতে হবে।
এছাড়া ব্যবহারকারীরা সরাসরি একটি বিদ্যমান অডিও কলকেই ভিডিও  কলে রূপান্তর করতে পারবে। এজন্য তাদের শুধু পর্দার নিচে ডান কোণে থাকা ভিডিও আইকনটিতে ক্লিক করতে হবে। এছাড়া ফেসবুক সম্প্রতি  অ্যান্ড্রয়েডে ফেসবুক মেসেঞ্জার কিডস নামে ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য একটি অ্যাপ চালু করেছে।
সূত্র: গেজেটস নাউ