একদিনের মাথায় ছুটিতে পাঠানো হলো রোবটকে

বার্গার তৈরি করছে রোবটযুক্তরাষ্ট্রে বার্গার তৈরিতে নিয়োজিত এক রোবটকে ছুটিতে পাঠানো হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি রেস্টুরেন্টে নিয়োজিত ফ্লিপি নামের ওই রোবটটির কাজের গতি অনেক কমে যায়। ফলে বাধ্য হয়ে কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়।
ফ্লিপিকে কাজ দেওয়া হয় ক্যালি বার্গার আউটলেটে। মূলত মানুষের পরিবর্তে এটি কাজ করতো। কিন্তু কাজে নিয়োগ দেওয়ার মাত্র একদিনের মাথায় বাধ্য হয়ে রোবটটিকে সরিয়ে ফেলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্লিপিকে আরও উন্নত করার পর আবারও কাজে লাগানো হবে। এদিকে এই রোবটকে সহায়তাকারী মানুষদের আরও দক্ষ করে তোলা হচ্ছে, যেন সবাই মিলে চাহিদা অনুযায়ী কাজ করতে সক্ষম হয়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে বলা হয়েছে, বার্গার তৈরির কাজে নিয়োজিত এই রোবটকে খুব দ্রুতই কাজে ফিরিয়ে আনা হবে। তবে ঠিক কবে আবারও কাজে ফিরবে ওই রোবট তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ সম্পর্কে রোবট ফ্লিপিকে তৈরিকারী প্রতিষ্ঠান মিসো রোবটিক্স জানায়, পিক আওয়ারে চাহিদার বিষয়টি বিবেচনা করে ফ্লিপিকে তৈরি করা হয়। দ্রুততার সঙ্গে যেন এটা রান্না করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
প্রসঙ্গত, ফ্লিপিকে তৈরির সময় বলা হয় এটা দিনে ২ হাজার বার্গার বানাতে সক্ষম

সূত্র: বিবিসি