কোয়ালকমকে কিনতে পারবে ব্রডকম?

কোয়ালকম ও ব্রডকমজাতীয় নিরাপত্তার অজুহাতে কোয়ালকমকে কেনার জন্য ব্রডকমের দেওয়া প্রস্তাবে বাধা হয়ে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিঙ্গাপুরভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম প্রতিষ্ঠানটি তার মূল প্রতিযোগী প্রতিষ্ঠান কোয়ালকমকে কেনার জন্য ১৪০ বিলিয়ন ডলার প্রস্তাব করেছিল।
ব্রডকমের এ প্রস্তাবে বাধা দিয়েছেন ট্রাম্প। তিনি বলছেন, এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। অবশ্য এই প্রস্তাবের ফলে আরও একটি আলোচনা জোরালো হয়, যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান কোয়ালকম বিক্রি হয়ে গেলে ফাইভ-জি প্রযুক্তিতে চীন এগিয়ে যাবে।
কোয়ালকমকে ব্রডকম কিনতে পারলে এটা হতো প্রযুক্তি জগতের অন্যতম বড় ক্রয়-বিক্রয়ের ঘটনা। আর কোয়ালকম-ব্রডকম এক হয়ে গেলে ইন্টেল ও স্যামসাংয়ের পরই এটা পৃথিবীর তৃতীয় বৃহৎ মাইক্রোচিপ তৈরি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেত।
চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো বর্তমানে ফাইভ-জি প্রযুক্তির চিপ তৈরির প্রতিযোগিতায় রয়েছে। ক্ষেত্রটিতে কোয়ালকমকে শীর্ষ প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে ব্রডকম ও চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়েও এই প্রতিযোগিতায় রয়েছে।
প্রযুক্তি গবেষকরা বলছেন, ফাইভ-জি প্রযুক্তি নিয়ে গবেষণা ও উন্নয়নে খুব ভালো অবস্থানে রয়েছে কোয়ালকম। হুয়াওয়েও প্রায় একই অবস্থানে রয়েছে। তবে ব্রডকম এ দিকটাতে কিছুটা দুর্বল হলেও তারা ক্রয়-বিক্রয়ে বেশ দক্ষ।

সূত্র: বিবিসি, গেজেটস নাউ