নকিয়ার চারটি মোবাইল বাজারে আসছে

আসছে নকিয়ার নতুন ফোনদেশে নকিয়া মোবাইল ফোন বাজারজাতকারী প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল একটি ফিচার ফোনসহ স্মার্টফোনের পোর্টফলিওতে নতুন তিনটি ফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

ফোনগুলো হলো নকিয়া-১, নকিয়া-৭ প্লাস ও নিউ নকিয়া-৬। সেই সঙ্গে নকিয়ার বিখ্যাত ৮১১০ মডেলের ফিচার ফোন বাজারে আসছে ফোর-জি সুবিধাসহ। নকিয়া-১ ফোনটি আগামী সপ্তাহ থেকেই দেশব্যাপী পাওয়া যাবে এবং অন্য তিনটি ফোন আগামী মাসে বাজারে আসবে।

ফোনগুলো বিশ্ব বাজারে আসার আগেই সর্বপ্রথম বাংলাদেশে বাজারজাত করা হবে বলে নকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। ওয়ার্ম রেড ও ডার্ক ব্লু রংয়ে ফোনগুলো পাওয়া যাবে।

নকিয়া আবার বাজারে নিয়ে আসছে ৮১১০ মডেলের ফিচার ফোন। তবে এই ফোনটি আবারও বাজারে ফিরে আসছে নতুন কিছু সুযোগ-সুবিধাসহ। উচ্চ-মানসম্পন্ন নকিয়া হ্যান্ডসেটের ভক্তরা এই ফোনে ফোর-জি সুবিধাসহ গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ম্যাপ, গুগল সার্চ, ফেসবুক ও টুইটারের মতো অ্যাপগুলো ব্যবহারের সুযোগ পাবেন।