চালকবিহীন গাড়ি পরীক্ষা স্থগিত করলো উবার





উবারদুর্ঘটনার পর চালকবিহীন গাড়ি পরীক্ষা কার্যক্রম স্থগিত করেছে উবার। অ্যারিজোনার ওই দুর্ঘটনায় এক নারী (৪৯) মারা যান। এরপর উত্তর আমেরিকার সবকটি শহরে উবারের চালকবিহীন গাড়ি পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়।
বিবিসির এক প্রতিবেদনে এটাকে মারাত্মক দুর্ঘটনা বলা হয়েছে। চালকবিহীন গাড়ি মাঝে-মধ্যেই দুর্ঘটনায় পড়ে। কিন্তু সেগুলো এত বেশি গুরুতর নয়। বলা হচ্ছে, চালকবিহীন গাড়ির ক্ষেত্রে এই প্রথম এত বড় দুর্ঘটনা ঘটলো।
রবিবার রাতে এলেন হার্জবার্গ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় উবারের স্বয়ংক্রিয় গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। উবারের গাড়িটি স্বয়ংক্রিয় অবস্থায় থাকলেও এর চালকের আসনে একজন লোক ছিলেন। তারপরও তিনি দুর্ঘটনা এড়াতে পারেননি।
এ সম্পর্কে উবারের প্রধান দারা খসরুশাহি এক টুইট বার্তায় জানান, খুবই দুঃখজনক ঘটনা। আমরা নিহতের পরিবারকে নিয়ে ভাবছি এবং প্রকৃতই সেখানে কী হয়েছিল, তা জানতে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছি।
বিষয়টি সম্পর্কে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনেস্ট্রেশন এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনাস্থলে একটি দল পাঠাচ্ছে।
সূত্র: বিবিসি।