ফেসবুক প্রত্যাহারের আহ্বান হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতার

ফেসবুকসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন। সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে ব্যবহারকারীদের তথ্য অপব্যবহারের অভিযোগ আনা হয়। তারই পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানান তিনি।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অপব্যবহার করছে। এতে সহয়তা রয়েছে ফেসবুকের। এমন খবরের পর বিশ্বজুড়ে ফেসবুকের তীব্র সমালোচনা চলছে।
এই সমালোচনায় নতুন মাত্রা যোগ করলেন হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন। তিনি ব্যবহারকারীদের ফেসবুক থেকে দূরে থাকতে বলেছেন। এ সম্পর্কে এক টুইটার পোস্টে অ্যাকটন জানান, এটাই ফেসবুক প্রত্যাহারের সময়। আরেকটি পোস্টে তিনি লেখেন, আমরা মাইস্পেস থেকে সরে আসতে পেরেছি। এবার ফেসবুক থেকেও সরে আসতে পারব।
২০১৪ সালে হোয়াটসঅ্যাপকে ১৯ বিলিয়ন ডলারে কিনে নেয় ফেসবুক। এরপর ২০১৭ সালে হোয়াটসঅ্যাপ ছেড়ে আসেন ব্রায়ান অ্যাকটন।
সূত্র: বিবিসি