টুইটারের প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

টুইটারটুইটারের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মাইকেল কোটস পদত্যাগ করেছেন। বর্তমানে ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর বেশ চাপ তৈরি হয়েছে। বিশেষ করে তথ্য চুরি রোধ ও ভুয়া সংবাদ প্রচার রোধে হিমশিম খাচ্ছে তারা। ফেসবুকও এমন সমস্যায় পড়েছে। এমন অবস্থায় চাপ সামলাতে না পেরে পদত্যাগের সিদ্ধান্ত নেন কোটস।
এক টুইটে নিজের পদত্যাগের বিষয়টি জানিয়েছেন টুইটারের এই কর্মকর্তা। তিনি ২০১৫ সালে এই পদে যোগ দেন এবং সফলতার সাথে কাজ করেন।
কোটস তার টুইট বার্তায় জানান, টুইটারের সঙ্গে পথ চলাটা দারুণ ছিল। কিন্তু কয়েকদিন আগে সবাইকে ছেড়ে যাওয়ার বিষয়টি জানিয়েছি- দারুণ একটি সিকিউরিটি টিমকে ছেড়ে যাওয়ার জন্য আমি প্রস্তুত।
ফেসবুকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার অ্যালেক্স স্টামোসের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরই টুইটারের একই পদে থাকা মাইকেল কোটসও তার চাকরি ছাড়ার সিদ্ধান্ত জানান।
সূত্র: গেজেটস নাউ