শেষ হতে চলেছে ব্ল্যাকবেরি যুগ?

ব্ল্যাকবেরিব্ল্যাকবেরির সর্বশেষ স্বীকৃত ব্যবহারকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সম্প্রতি আইফোন ব্যবহার শুরু করেছেন। এর মধ্য দিয়ে শেষ হতে চললো বিশ্বের এক সময়ের সবচেয়ে সুরক্ষিত স্মার্টফোনের অধ্যায়।
পলিটিকো নামের একটি সংবাদমাধ্যমে বলা হয়, বিশ্বের ক্ষমতাধর ১০ জন ব্যক্তি ব্ল্যাকবেরি ব্যবহার করতেন। এদের অনেকেই এই ফোন ছাড়লেও থেরেসা মে ব্ল্যাকবেরি ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি তিনিও এটা ছেড়ে আইফোন ব্যবহার শুরু করেন।
এখনও হয়তো কোনও কোনও জায়াগায় ব্ল্যাকবেরি রয়েছে। তবে স্বীকৃত কেউ এখন আর এই স্মার্টফোন ব্যবহার করছেন না। থেরেসা মে আইফোন ব্যবহার শুরু করলেও অনেক অ্যাপ ব্যবহার করতে পারবেন না। মূলত নিরাপত্তার জন্যই এই নিষেধাজ্ঞা। নতুন ফোন ব্যবহার প্রসঙ্গে মে বলেন, পরিবর্তন করা খুবই কঠিন। কিন্তু মাঝেমধ্যে নতুন পৃথিবীকেও আলিঙ্গন করে নিতে হয়।
ব্ল্যাকবেরির নির্মাতা কানাডার একটি প্রতিষ্ঠান এই ফোন তৈরি বন্ধ করে দেয় ২০১৬ সালে। বিক্রি কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয় তারা। এরপর কয়েকটি প্রতিষ্ঠানকে একই নামে ফোন তৈরির লাইসেন্স দেয় কানাডিয়ান ওই প্রতিষ্ঠান।
প্রসঙ্গত, ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, নিরাপত্তার জন্য তার আইফোন ব্যবহারের অনুমতি নেই। তবে তিনি ব্ল্যাকব্যারি ব্যবহার করতে পারছেন। আর ২০১৭ সালে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ছাড়তে হয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শেই তাকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার ছাড়তে হয়।

সূত্র: বিবিসি