ইন্টারনেটে ধীর গতি

ইন্টারনেট সেবাদেশের ইন্টারনেটে ধীর গতি ভর করেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। বেশিরভাগ সময়ই ‘লোডিং’ দেখাচ্ছে। জানা গেছে, দুটি আইটিসির (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ফাইবার ডাউন হওয়াটাই এই সমস্যা সৃষ্টি করেছে।
জানা গেছে, ক্যাবল মেরামত শেষ হলেই ইন্টারনেটে পূর্ণ গতি ফিরবে। ইতোমধ্যে একটি আইটিসি লাইভ (সচল) হয়েছে। অন্য আইটিসিটি সচল হতে আরও তিন ঘণ্টা লাগতে পারে।
দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জানতে পেরেছি আইটিসি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনের ক্যাবল কাটা পড়ায় বেনাপোল থেকে ঢাকার ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ব্যান্ডউইথ পরিবহনে ব্যাঘাত ঘটায় ইন্টারনেটে ধীর গতি ভর করেছে।’
আইএসপিএবি’র সাধারণ সম্পাদকের ভাষ্য, ‘যাদের ব্যান্ডউইথের ব্যাকআপ আছে, তাদের কোনও সমস্যা হয়নি। আর যারা এই দুই আইটিসির ওপর শতভাগ নির্ভরশীল ও ব্যাকআপ নেই, তারাই মূলত সমস্যায় পড়েছেন।’
নিজের প্রতিষ্ঠান অপটিম্যাক্স সল্যুশনের কথা উল্লেখ করে ইমদাদুল হক বলেন, ‘সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের পর্যাপ্ত ব্যাকআপ থাকায় আমাদের গ্রাহকদের কোনও সমস্যা হয়নি।’