ওরিও চলছে সাড়ে চার শতাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে

ওরিও সস্টেমে চলে এই অ্যান্ড্রয়েড ফোনওরিও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চার দশমিক ছয় ভাগ স্মার্টফোনে চলছে বলে জানিয়েছে গুগল। অর্থাৎ বর্তমানে বিশ্বে যত অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে, তার মধ্যে প্রতি ১০০টিতে প্রায় পাঁচটি স্মার্টফোনই চলছে এই অপারেটিং সিস্টেমে।

ওরিও হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ। এর আবার দুটি ভার্সন রয়েছে। একটি আট এবং অন্যটি আট দশমিক এক। গুগল জানিয়েছে, দুটি ভার্সন মিলিয়েই চার দশমিক ছয় শতাংশ স্মার্টফোনে ওরিও চলছে। এর মধ্যে চার দশমিক এক শতাংশ স্মার্টফোনে আট ভার্সনটি এবং বাকি শূন্য দশমিক পাঁচ শতাংশ স্মার্টফোনে আট দশমিক এক ভার্সনটি ব্যবহৃত হচ্ছে।

অন্য অপারেটিং সিস্টেমগুলোর তুলনায় এটার প্রচলন ভালো হয়েছে বলে উল্লেখ করছেন প্রযুক্তিবিদরা। তারা বলছেন, অন্য অপারেটিং সিস্টেমগুলো চালু হওয়ার পর থেকে যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে, তার চেয়ে এগিয়ে আছে ওরিও। অল্প সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এটি।

গুগলের হিসাব বলছে, গত বছর চালু হওয়া অ্যান্ড্রয়েড নুগাট চলছে ৩০ দশমিক ৮ শতাংশ স্মার্টফোনে। অর্থাৎ প্রতি ১০০টি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রায় ৩১টিই নুগাট পরিচালিত। এর মধ্যে সাত ভার্সনটি ২৩ শতাংশ স্মার্টফোনে এবং সাত দশমিক এক ভার্সনটি সাত দশমিক আট শতাংশ স্মার্টফোনে ব্যবহৃত হচ্ছে।

আর মার্শম্যালো বা অ্যান্ড্রয়েড ছয় ভার্সনটি ব্যবহৃত হচ্ছে ২৬ শতাংশ স্মার্টফোনে। অর্থাৎ প্রতি ১০০টি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ২৬টিতেই অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে মার্শম্যালো।

সূত্র: গেজেটস নাউ