নতুন মিউজিক স্ট্রিমিং সেবা চালু করছে ইউটিউব

ইউটিউবের মিউজিক সেবানতুন একটি মিউজিক স্ট্রিমিং সেবা চালু করছে ইউটিউব। এতে ভিডিও এবং অডিও দুই ধরনের কনটেন্টই থাকবে। স্পটিফাই ও অ্যাপল মিউজিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ইউটিউব এ সেবা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
চলতি মাসের ২২ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়ায় সেবাটি চালু করা হবে। গুগলের মালিকানায় থাকা প্রতিষ্ঠানটি জানিয়েছে,ইউরোপে দ্রুতই ইউটিউব মিউজিক চালু করবে তারা।
এই মিউজিক স্ট্রিমিং সার্ভিসে লাখ রাখ গান থাকবে। ইউটিউব ব্যবহারকারীদের আপলোড করা রিমিক্স গানের পাশাপাশি এতে পাওয়া যাবে দুষ্প্রাপ্য অনেক গানও।
স্পটিফাইয়ের মতো ইউটিউবের এ সেবাও বিনামূল্যে ব্যবহার করা যাবে। অ্যাপটি মূলত বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। পাশাপাশি প্রিমিয়াম সেবা উপভোগ করতে মাসে খরচ করতে হবে ৯ দশমিক ৯৯ ডলার।
সেবাটি সম্পর্কে ইউটিউবের পণ্য ব্যবস্থাপক এলিয়াস রোমান বলেন, বিভিন্ন মিউজিক অ্যাপ থেকে ইউটিউবে যাওয়া-আসার দিন শেষ। এখন ইউটিউবেই সবকিছু পাওয়া যাবে।
সূত্র: বিবিসি