ই-গভর্নেন্স সম্মেলনে বক্তা পলক

 

জুনাইদ আহমেদ পলকতাল্লিন ই-গভর্নেন্স সম্মেলনে বক্তা হিসেবে আমন্ত্রণ পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে তাল্লিন ই-গভর্নেন্স কনফারেন্স-২০১৮। সরকারি, বেসরকারি ও ই-গভর্নেন্স বিষয়ে দক্ষদের নিয়ে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জুনাইদ আহমেদ পলক বাংলা ট্রিবিউনকে বলেন, সম্মেলনে ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরা হবে। একই সঙ্গে এতো অল্প সময়ে বাংলাদেশ কিভাবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে যাচ্ছে তা বিশ্বের সামনে উপস্থাপনেরও একটা সুযোগ পাওয়া গেল। এটা করা সম্ভব হলে আমাদের সক্ষমতাও বিশ্ববাসীর সামনে তুলে ধরা যাবে। এই সম্মেলন থেকে আমাদের শেখারও আছে। সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের জন্য ফলপ্রসূ হবে বলে মনে করেন পলক। জানালেন, সম্মেলনের ৪১ জন বক্তার মধ্যে তিনি একজন। 
সম্মেলনের এবারের প্রতিপাদ্য গভর্নেন্স ফর সিটিজেন। তাল্লিনের রেডিসন হোটেলে সম্মেলন উদ্বোধন করবেন দেশটির প্রেসিডেন্ট ক্রেস্টিকালজুলেইড। ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় যেসব বাধা, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, জটিল সিদ্ধান্ত গ্রহণ করে বিনিয়োগকারীদের দেশে আনতে হয়েছে সেসব বিষয় বিভিন্ন দেশের বক্তা, প্রতিনিধিরা সম্মেলনে তুলে ধরবেন বলে জানা গেছে।