দেখতে এলিয়েনের মতো

এলিয়েনের মতো রোবটজাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান টেলেক্সিসটেন্স সম্প্রতি একটি নতুন রোবট তৈরি করেছে যা দেখতে এলিয়েনের মতো। এটা পুরোপুরি রোবট নয় রোবটের প্রোটোটাইপ বা নমুনা। পরীক্ষা সফল হলে এই রোবাট বাজারে ছাড়া হবে। 
‘এইচ মডেল’ -এর রোবটটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর ভিনগ্রহের এলিয়েনের আদলে তৈরি করা হয়েছে। রোবটটিতে মুখ বা নাক রাখা হয়নি। এর গায়ের রঙ সাদা ও কালো। পায়ে চলাচলের জন্য চাকাও রয়েছে।
টেলেক্সিসস্টেন সম্প্রতি ‘মডেল এইচ’-এর একটি  ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যায় ভিআর গ্লাস ও হেডসেট পরা একজন মানুষ রোবটটিকে ব্যবহার করে হাওয়াইয়ে সার্ফবোর্ডের জন্য কেনাকাটা করছে। আর অন্য প্রান্তে বিক্রেতা তা চেয়ে চেয়ে দেখছে।
ধারণা করা হচ্ছে, ‘মডেল এইচ’-এর আগমনের মাধ্যমে সুন্দর চেহারার রোবটগুলোর বিদায়ের সময় ঘনিয়ে আসছে।