মানুষের সঙ্গে যুক্তিতর্ক করবে আইবিএম ‘ডিভাইস’

দেখানো হচ্ছে প্রজেক্ট ডিবেটারমানুষের সঙ্গে যুক্তিতর্ক করতে সক্ষম এমন একটি ডিভাইস তৈরি করেছে আইবিএম। নতুন এই ডিভাইসটির নাম প্রজেক্ট ডিবেটার। অতি-সম্প্রতি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এই যন্ত্র সবার সামনে আনা হয়।
দর্শকদের সামনে এটা কথা বলেছে, শুনেছে এবং যুক্তিতর্কে জড়িয়েছে। এই যন্ত্র তৈরিতে অসংখ্য নথিপত্র ব্যবহার করা হয়েছে যা এর যুক্তিতর্কের সময় বেশ সহায়ক হয়ে ওঠে।
যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে সংবাদপত্র ও জার্নালের তথ্য বিশ্লেষণ করতে পারে। ফলে আগে থেকে কোনও বিষয় নির্ধারিত না থাকলেও এটি যুক্তিতর্কে জড়াতে পারে।
এ সম্পর্কে নোয়া ওভাডিয়া নামের এক দর্শক বলেন, ডিভাইসটি মানুষের সঙ্গে বেশ ভালোভাবে কথা বলতে সক্ষম। এটা মানুষের কথোপকথনের ধরনকে অনুসরণ করে।
তিনি আরও বলেন, এ ধরনের মেশিন গুরুত্বপূর্ণ। তারপরও এগুলোর কিছু দুর্বলতা রয়েছে।

সূত্র: টেকনোলজি রিভিউ