ব্যক্তিগত ই-মেইল পড়ছে তৃতীয় পক্ষ!

ই-মেইলের লোগোবিভিন্ন সময় ব্যক্তিগত ই-মেইল তৃতীয় পক্ষ পড়তে পারে বলে জানিয়েছে গুগল। বিশেষ  করে থার্ড পার্টি অ্যাপ ডেভেলপাররা ব্যক্তিগত ই-মেইল পড়তে পারে বলে জানা গেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যারা নিজেদের অ্যাকাউন্ডে থার্ড পার্টি অ্যাপ সংযুক্ত করেন, তারা এ ধরনের সমস্যার শিকার হন। নিজের অজান্তে এবং অনুমতি ছাড়াই ব্যক্তিগত ই-মেইলে নজর দেয় এসব তৃতীয় পক্ষ।
এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে একটি প্রতিষ্ঠান জানিয়েছে, এটা প্রচলিত বিষয় হয়ে উঠেছে। অবশ্য এ ধরনের ঘটনাকে গোপনীয় নোংরা বিষয় হিসেবে অ্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।
তৃতীয় পক্ষ গ্রাহকদের ব্যক্তিগত ই-মেইলে প্রবেশ করতে পারলেও এটা গ্রাহকদের জন্য ক্ষতিকর নয়। কারণ, গুগলের নীতি মেনেই কাজগুলো করে থাকে ডেভেলপাররা। তবে গুগলের এ ধরনের নীতির সমালোচনা করছেন বিশ্লেষকরা। এ সম্পর্কে একজন নিরাপত্তা বিশ্লেষক বলেন, এটা বিস্ময়কর যে, গুগল এসব করতে অনুমোদন দিয়েছে।
প্রসঙ্গত, জি-মেইল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-মেইল সার্ভিস। বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৪০ কোটি গ্রাহক জি-মেইল ব্যবহার করছেন।
সূত্র: বিবিসি