তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির নতুন উদ্যোগ

মিট দ্য প্রেস অনুষ্ঠানদক্ষ হোন জীবন পাল্টে যাবে এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে অ্যাপটেক ইন্টারন্যাশানাল ও এডিএন এডু সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৫ জুলাই) রাজধানীর কাওরানবাজারের বেসিস মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এডিএন এডু সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকার এসব তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপটেক ইন্টারন্যাশানালের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সোমশুভ্র বকশী।
অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপটেক ইন্টারন্যাশানাল গত ৩১ বছর ধরে ৪০টিরও বেশি দেশে দক্ষ জনবল গঠনে কাজ করে যাচ্ছে। অ্যাপটেকের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফট্ওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, এরিনা মাল্টিমিডিয়া ও ইংলিশ লার্নিংয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরির কাজ এডিএন এডু সার্ভিসেসের মাধ্যমে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। আরও জানানো হয়, অ্যাপটেকের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ফ্র্যাঞ্চাইজি মডেলে কাজ হচ্ছে। এই কার্যক্রমে আগ্রহী প্রতিষ্ঠান এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে জনবল তৈরিতে তাদের অবদান রাখতে পারবে।