কিউবি নিয়ে এলো ফোরজি

কিউবি এখন ফোরজিঅজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড (কিউবি নামে পরিচিত) সোমবার (৯ জুলাই) এলটিই (৪জি) সেবা চালু করার ঘোষণা দিয়েছে। পর্যায়ক্রমে সারাদেশ এই সেবার নেটওয়ার্কের আওতায় আসবে।     
প্রতিষ্ঠানটি ২০০৯ সালে দ্রুতগতির ওয়্যারলেস ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে যাত্রা শুরু করে। সাম্প্রতিক সময়ে নিত্য নতুন প্রযুক্তির আবির্ভাব ও গ্রাহকদের কাছে ওয়াম্যাক্স প্রযুক্তি সেকেলে হওয়ায় তারা এখন বিকল্প প্রযুক্তির দিকে অগ্রসর হচ্ছে।
অজেরের চিফ কমার্শিয়াল অফিসার প্রতীক কুণ্ডু বলেন, আমাদের নেটওয়ার্ক আপগ্রেড করে এলটিই করার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বগুড়া ও নারায়ণগঞ্জে এলটিই সেবা চালু করেছি। খুব শিগগিরই সারাদেশ এলটিই সেবার আওতায় আসবে।