আইফোনের এসই ও এক্স আর নয়

এ বছর আসতে পারে আইফোনের তিনটি মডেলবাজারে আইফোন এসই ও আইফোন এক্স আর সরবরাহ করবে না বলে জানিয়েছে অ্যাপল। নতুন মডেলের আইফোনের চাহিদা সামাল দিতে জনপ্রিয় এ দুটি মডেলের ফোনের সরবরাহ বন্ধ করা হচ্ছে ।
বোস্টনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্লুফিন রিসার্চ বলছে, বাজারে নতুন মডেলের আইফোন আসার সঙ্গে সঙ্গে সেগুলোর ব্যাপক চাহিদা তৈরি হবে। এই চাপের মধ্যে ঝামেলা এড়াতেই আইফোন এসই ও এক্স সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ব্লুফিন রিসার্চের গবেষকরা মনে করেন, এই দুটি মডেল অপসারণ করায় নতুন মডেলগুলোর দিকে দৃষ্টি দিতে পারবে প্রতিষ্ঠানটি।
এদিকে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর আইফোনের তিনটি মডেল বাজারে আসবে। যার মধ্যে রয়েছে- আইফোন-৯, আইফোন-১১ এবং আইফোন-১১ প্লাস। সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকে ফোনগুলো বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল এ বছর ৯ কোটি ১০ লাখ নতুন মডেলের ফোন বাজারে ছাড়বে বলে জানিয়েছে প্রযুক্তিভিত্তিক বিশ্লেষণধর্মী বিভিন্ন সাইট। সব মিলিয়ে এবার ফোন বিক্রির রেকর্ড গড়তে চায় প্রতিষ্ঠানটি।
সূত্র: ডেইলি মেইল