আয় বেড়েছে গ্রামীণফোনের

অর্ধবার্ষিকী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানগ্রামীণফোন ৬ কোটি ৯২ লাখ গ্রাহক নিয়ে ২০১৮ সালের প্রথমার্ধ শেষ করেছে। এসময় প্রবৃদ্ধি হয়েছে গত বছরের তুলনায় ৫ দশমিক ৯ ভাগ বেশি। ডাটা গ্রাহক বা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখে। সোমবার গ্রামীণফোন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
এ বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের আয় হয়েছে ৬ হাজার ৩৮০ কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ ভাগ বেশি। ডাটা থেক অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি ছিল ২১ দশমিক ১ আর ভয়েস থেকে অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি ২ দশমিক ৪ ভাগ।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, ২০১৮ সালের প্রথমার্ধ ছিল খুবই কঠিন। তবুও আমরা প্রবৃদ্ধি ও মার্জিন বজায় রাখতে পেরেছি। আমরা ২০ লাখ ৪জি গ্রাহকের মাইলফলকও অতিক্রম করেছি।
প্রথমার্ধে অপারেটরটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৬ ভাগ মার্জিনসহ ১ হাজার ৭২০ কোটি টাকা। অন্যদিকে বিনিয়োগ করেছে ২ হাজার ৫৪০ কোটি টাকা। আর রাষ্ট্রীয় কোষাগারে অপারেটরটি জমা দিয়েছে ৪ হাজার ৭৯০ কোটি টাকা।