মৃত সন্তানের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন বাবা-মা

ফেসবুক

মৃত মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারে বাবা-মাকে অনুমতি দিয়ে রুল জারি করেছে জার্মানির সর্বোচ্চ আদালত। উত্তরাধিকার আইনের ভিত্তিতে তাদের এ অনুমতি দেওয়া হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

জার্মানির দ্য ফেডারেল কোর্ট অব জাস্টিস (বিজিএইচ) বলেন, অনলাইন ডাটাকে ব্যক্তিগত ডায়েরি কিংবা চিঠির মতো বিবেচনা করা উচিত। এ জন্য উত্তরাধিকার সূত্রে মৃত সন্তানের বাবা-মা সন্তানের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

জার্মান দম্পতির ১৫ বছর বয়সী মেয়ে ২০১২ সালে ট্রেন দুর্ঘটনায় মারা যায়। এটা কী আসলেই দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা জানতে মেয়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশাধিকার চায় ওই দম্পতি। কিন্তু নিজস্ব নীতির কারণে ফেসবুক তা নাকচ করে দেয়।

এরপর আইনের দ্বারস্থ হলে, জার্মানির নিম্ন আদালত দম্পতিকে মেয়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু এর বিরুদ্ধে আপিল করে ফেসবুক। এরপর উচ্চ আদালত থেকে আবারও ওই দম্পতির পক্ষেই রায় আসে।