একদামে কম্পিউটার বিক্রি শুরু হচ্ছে রবিবার

প্রযুক্তি পণ্যরবিবার থেকে সারাদেশে একদামে কম্পিউটার ও যন্ত্রাংশ বিক্রি শুরু হচ্ছে। আর এর জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) এমআরপি (সর্বোচ্চ খুচরা মূল্য) নীতি চূড়ান্ত করেছে। ২২ জুলাই থেকে প্রতিটি প্রযুক্তি পণ্যের গায়ে এমআরপি স্টিকার থাকবে। 
সম্প্রতি রাজধানীর ধানমণ্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে এমআরপি নীতিমালা বাস্তবায়ন, প্রক্রিয়া ও প্রস্তুতি শীর্ষক এক মতবিনিময় সভায় এমআরপি নীতি চূড়ান্তকরণের ঘোষণা দেওয়া হয়। মতবিনিময় সভায় বিসিএস’র সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক মো. আছাব উল্লাহ্ খান জুয়েল ও মো. মোস্তাফিজুর রহমানসহ কম্পিউটার আমদানিকারকরা উপস্থিত ছিলেন। যদিও আগের ঘোষণা অনুযায়ী ১ জুলাই থেকে এই ঘোষণা কার্যকর হওয়ার কথা ছিল। কারিগরি জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে বিসিএস সূত্রে জানা গেছে।
এমআরপি নীতিমালা অনুসারে, ২২ জুলাই থেকে কম্পিউটারসহ এ সংক্রান্ত সব যন্ত্রাংশে এমআরপি স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। প্রযুক্তি পণ্যের ওপর যে স্টিকার থাকবে, সেই স্টিকারের কম বা বেশি মূল্যে কম্পিউটার বা কম্পিউটার যন্ত্রাংশ বিক্রি করলে জরিমানার বিধান রাখা হয়েছে। কোনও প্রতিষ্ঠান নিয়ম ভঙ্গ করলে বিবেচনামত শাস্তির বিধানও রাখা হয়েছে। সতর্কীকরণ নোটিশ প্রদান, সরবরাহকারী, আমদানিকারক, ডিস্ট্রিবিউটরের পেন্ডিং অর্ডার বাতিল,  বিসিএস -এর সদস্যপদ প্রত্যাহারসহ সর্বনিম্ন ৫ হাজার টাকা জরিমানা- নীতিমালা ভঙ্গের শাস্তি হিসেবে এমআরপি নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
বিসিএস বলছে, প্রযুক্তিপণ্য বিক্রিতে সবক্ষেত্রে একই দাম রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে গ্রাহকদের প্রতারিত হওয়ার কোনও সুযোগ থাকছে না। কোনও পণ্যের যদি একাধিক আমদানিকারক থাকে, সেক্ষেত্রে সব আমদানিকার বসে একই মূল্য নির্ধারণ করবেন। প্রতিটি আমদানিকারক থেকে পরিবেশকরা একই মূল্যে কম্পিউটার পণ্য কিনতে পারবেন।

বিসিএস-এর এমআরপি নীতিমালা বাস্তবায়ন করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পরিপূর্ণ সহযোগিতা প্রদান করবে বলে জানা গেছে। কম্পিউটার ব্যবসায়ীরাও এই নীতি বাস্তবায়নের জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন।