আইওটি প্রযুক্তি বিস্তারে ন্যানো স্টিকার

ন্যানো স্টিকারপারডু বিশ্ববিদ্যালয় ও ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি ডিজিটাল ডিভাইসগুলোকে আইওটি (ইন্টারনেট অব থিংস)-এর সঙ্গে যুক্ত করার সহজ এবং সাশ্রয়ী এক উপায় খুঁজে পেয়েছেন।
গবেষক দল একটি নতুন অতি-পাতলা সার্কিট তৈরির পদ্ধতি আবিস্কার করেছেন যা দিয়ে সহজে যেকোনও বস্তুতে আইওটি যুক্ত করা যাবে। এই পদ্ধতিতে যেকোনও বস্তুতে আইওটির লেবেলটি সেঁটেও দেওয়া যাবে।
এই ইলেকট্রনিক সার্কিট তৈরির কারণ শুধু উৎপাদন প্রক্রিয়ার ধাপ বা খরচকমানোই নয়, বরং যেকোনও বস্তুতে এটি একটি সেন্সর হিসেবে কাজ করতে পারে। উচ্চপ্রযুক্তির প্রয়োগের মাধ্যমে ওই ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণও করা যায়। গবেষকদের মতে, স্টিকারগুলো বেতার যোগাযোগকে আরও সহজতর করবে।
সূত্র: পারডু বিশ্ববিদ্যালয়