ফাইভজিতে চোখ সজীব ওয়াজেদ জয়ের

সজীব ওয়াজেদ জয়

দেশে ফোরজি গতির ইন্টারনেট সেবায় সন্তোষ প্রকাশ করে ফাইভজি গতির ইন্টারনেট চালুর সম্ভাব্যতার বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে ফেসবুকে ওই স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে ফোরজি সেবা সফলভাবে দিতে সক্ষম হওয়ায় দেশের টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাস

সজীব ওয়াজেদ জয় তার স্ট্যাটাসে বলেছেন, ‘ এই মুহূর্তে আমি ট্রাফিকে আটকে আছি কিন্তু ঢাকাতে বসেই ঠিক আমেরিকার মতোই ৪জি (ফোরজি) ইন্টারনেট সেবা পাচ্ছি। আমরা কয়েকমাস আগে ৪জি  সেবা চালু করলেও ইতোমধ্যেই কাভারেজ বেশ ভালো বলে মনে হচ্ছে। এর জন্য টেলিকম কোম্পানিগুলোকে আমি ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আরেকটি মাইলফলক অর্জন।

‘আগামীকাল সকালে আমরা ৫জি (ফাইভ জি) প্রযুক্তির পরীক্ষামূলক প্রদর্শনী করবো। চোখ রাখুন।’

আরও পড়ুন: ৫জির ‘টেস্টিং’ ২৫ জুলাই