জনপ্রিয়তা বাড়ছে অ্যাপলের স্মার্ট ঘড়ির

অ্যাপলের স্মার্ট ঘড়িএ বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩৫ লাখ স্মার্ট ওয়াচ (ঘড়ি) রফতানি করেছে অ্যাপল যা গতবারের চেয়ে ৩০ শতাংশ বেশি। ফলে জনপ্রিয়তা বাড়ছে অ্যাপল ওয়াচের। ২০১৭ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল অ্যাপলের জন্য ওই বছরের সবচেয়ে বাজে সময়। সে তুলনায় এবার অনেক ভালো অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের পাশাপাশি অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোও ভালো সময় পার করেছে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যবসা বেড়েছে অ্যাপলের অন্যতম প্রতিযোগী ফিটবিট ও জার্মিনের। প্রতিষ্ঠান দুটি বাজারে তাদের শেয়ারের পরিমাণ বাড়িয়েছে। ফিটবিট ও জার্মিনের অ্যাডভান্সড হার্ট রেট ম্যাট্রিক্স এবং স্মার্ট কোচিংয়ের মতো ফিচারগুলো ব্যবহারকারীদের নজর কেড়েছে।
অন্য প্রতিষ্ঠানগুলো বাজারে নিজেদের শেয়ারের পরিমাণ বাড়ানোয় শেয়ার কমেছে অ্যাপলের। প্রতিষ্ঠানটির স্মার্টওয়াচ রফতানির পরিমাণ বাড়লেও বাজারে শেয়ারের পরিমাণ কমেছে ৯ শতাংশ। বছরের প্রথম প্রান্তিকে শেয়ারের পরিমাণ ৪৩ শতাংশ থাকলেও বর্তমানে তাদের শেয়ারের পরিমাণ ৩৪ শতাংশ।
অ্যাপল স্মার্ট ওয়াচ এশিয়ায় খুবই জনপ্রিয়। বিশ্লেষকরা বলছে, টেলিকম এবং এশিয়া ও অস্ট্রেলিয়ার মোবাইল অপারেটরগুলোর সঙ্গে চুক্তির কারণে অ্যাপল ভালো অবস্থানে যেতে সক্ষম হয়েছে।
সূত্র: দ্য ভার্জ