ডেটা সেন্টার তৈরির কাজ শেষ হচ্ছে সেপ্টেম্বরে

 

প্রতিনিধি দলের সঙ্গে মন্ত্রীসরকারের আইসিটি বিভাগের অধীনে নির্মাণাধীন ডেটা সেন্টার তৈরির কাজ কাজ আগামী সেপ্টেম্বরে শেষ হচ্ছে। মঙ্গলবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগে ডাক, টেলিযাগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে জেডটিই প্রতিনিধি দল এ তথ্য জানায়।

চীনভিত্তিক টেলিযোগাযোগ যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান জেডটিই-এর গ্লোবাল সিইও জু জিয়াং-এর নেতৃত্বে আট সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎ করেন।  

এ সময় তারা বাংলাদেশে জেডটিই-এর চলমান প্রকল্পগুলো বিশেষ করে আইসিটি বিভাগের ডেটা সেন্টার প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জেডটিই-এর সিইও আইসিটি বিভাগের অধীন ডেটা সেন্টার প্রকল্পের কাজ চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ শেষ করার প্রতিশ্রুতি দেন।

এ সময় তারা আরও জানান, টেলিকম বিভাগের বিটিসিএল-এর মর্ডানাইজেশন অব টেলিকমিউনিকেশন (এমওটিএন) প্রকল্পের বাস্তবায়নের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। এছাড়া তারা বাংলাদেশে স্মার্টসিটি প্রকল্পে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় জেডটিই-এর বাংলাদেশ অফিসের সিইও লিউ ওয়েন চেন ও পরিচালক এ বি এম রেজা ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।