সিম্ফনির নতুন স্মার্টফোন আই১৫

সিম্ফনির আই১৫বাজারে এলো ফুলভিশন ডিসপ্লের নতুন স্মার্টফোন সিম্ফনি আই১৫।
৫ দশমিক ৪৫ ইঞ্চির ফুলভিশন ডিসপ্লেতে সাপোর্ট করবে এইচডি প্লাস অর্থাৎ ১৪৪০ বাই ৭২০ রেজুলেশন। ২৯৬ পিপিআই ডিসপ্লে ব্রাইটনেসের জন্য পাওয়া যাবে প্রাণবন্ত কালার অউটপুট। অ্যান্ড্রয়েড গো ৮.১ অপারেটিং সিস্টেমে চালিত এ স্মার্টফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর আছে। ১ গিগাবাইট র‍্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা আছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। 
৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরায় আছে অ্যাপারচার ২.০ যার কারণে ব্যাক ক্যামেরায় পাওয়া যাবে ছবি। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি তোলার জন্য এবং এর সঙ্গে যোগ হয়েছে ‘মুন লাইট সেলফি ফ্ল্যাশ’ যা দিয়ে রাতেও তোলা যাবে সেলফি।
গোল্ড ও ব্লু ব্ল্যাক রঙের সিম্ফনি আই১৫ স্মার্টফোনের দাম ৬ হাজার ৬৯০ টাকা।