চীনে ফিরছে গুগল

গুগলগুগল আবার চীনে ফেরার পরিকল্পনা করছে। সার্চ ইঞ্জিনের পাশাপাশি গুগল এবার তাদের ক্লাউড পরিষেবাগুলোও চীনে অবমুক্ত করবে।
চীনে গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বাইদুর (চীনের সবচেয়ে সার্চ ইঞ্জিন) প্রধান নির্বাহী রবিন লি তার ভেরিফাইড উইচ্যাট অ্যাকাউন্টে লিখেছেন, গুগল যদি চীনে ফিরে আসার সিদ্ধান্ত নেয় তাহলে আমরা নিশ্চিত যে তারা আমাদের কাছে পরাজিত হবে।
চ্যালেঞ্জের মুখে পড়ে ২০১০ সালে গুগল চীন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেয়। আর তখন থেকেই চীনা প্রযুক্তি কোম্পানিগুলো আরও শক্তিশালী হয়ে উঠেছে। চীনা প্রযুক্তি কোম্পানিগুলো ইতিমধ্যে প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে বিশ্বের প্রযুক্তি কোম্পানিগুলো এখন চীনকে অনুসরণ করছে।।
গুগল চীন থেকে চলে যাওয়ার পর বাইদু চীনের প্রযুক্তি বাজারে মোট ৭০ শতাংশের বেশি তাদের দখলে নিয়ে নেয়। তবে লি’র এই আত্মবিশ্বাসের প্রতিফলন অবশ্য ওয়েইবোতে (চীনের মাইক্রো ব্লগিং সাইট) মন্তব্যকারী ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে দেখা যাচ্ছে না। তারা বরং বাইদুর চেয়ে গুগলকেই এগিয়ে রাখছেন।
ওয়েইবোতে একটি ইন্টারনেট জরিপে দেখা যায় ৮৬ শতাংশ ব্যবহারকারী বাইদুর চেয়ে গুগলকেই বেশি পছন্দ করেন।
সূত্র: দ্য ভার্জ