গ্রামীণফোন নিয়ে এলো দুটি স্মার্টফোন

দুটি স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোনগ্রামীণফোন ফোরজি ইকোসিস্টেমে নতুন দু’টি কো-ব্র্যান্ডেড স্মার্টফোন নিয়ে এসেছে। রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিম্ফনি জি১০০ ও মাইক্রোম্যাক্স বি৫ প্রো স্মার্টফোন দুটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার আমিনুল হাসান, গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান, প্রতিষ্ঠানটির সিসিএও মাহমুদ হোসেনসহ আরও অনেকে।
সিম্ফনি জি১০০ ফোনটিতে রয়েছে ফুল ভিশন ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম, ও অ্যান্ড্রয়েড ৮.১ গো এডিশন অপারেটিং সিস্টেম, সামনে ও পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। স্মার্টফোনটির দাম ৫ হাজার ৯৯৯ টাকা।
অন্যদিকে, ম্যাইক্রোম্যাক্স বি৫ প্রো ফোনটিতে ইন্টেলিজেন্ট ফেস আনলক, ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম ও অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেম, সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এর দাম ৯ হাজার ৯৯৯ টাকা।