আসছে নতুন ইমোজি

আসছে নুতন ইমোজিনতুন কয়েকটি ইমোজি আনার প্রক্রিয়া শেষের দিকে রয়েছে। ২০১৯ সালের শুরুতে এসব ইমোজি অবমুক্ত করা হবে বলে জানিয়েছে গেজেটস নাউ। নতুন ইমোজির পাশাপাশি যেসব ইমোজি এরই মধ্যে অবমুক্ত করা হয়েছে, সেগুলোও আপডেট করা হবে।
২০১৯ সালে অবমুক্ত করার জন্য সব মিলিয়ে ৬১টি ইমোজি তৈরি করা হয়েছে। এগুলো অনুমোদন পাবে কিনা তা জানা যাবে সেপ্টেম্বরে। ওই সময় এক মিটিংয়ে এগুলোর অনুমোদন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন ইমোজি তালিকায় রয়েছে বধিরদের সুবিধার জন্য ইমোজি, হাত ধরে দাঁড়িয়ে থাকা যুগলের (কাপল) ইমোজি। এবারের তালিকায় হাত ধরে থাকা ৫৫ ধরনের যুগলের (কাপল) ইমোজির প্রস্তাবনা দেওয়া হয়েছে। এগুলো আলাদা করা হয়েছে শরীরের রংয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে। ইমোজি নিয়ে যেন বর্ণবাদের আলোচনা না ওঠে, সেজন্যই মূলত ৫৫ যুগলের ইমোজি প্রস্তাব করা হয়েছে।
জুন মাসে ইমোজিপিডিয়া ব্লগে বলা হয়, হিন্দু সম্প্রদায়ের মন্দিরের একটি ইমোজি খসড়া তালিকায় রাখা হয়েছে। তবে এটি শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: গেজেটস নাউ