ছবিপ্রেমীদের জন্য দুটি স্মার্টফোন নিয়ে এলো শাওমি

39262750_831799953874966_6818231213413629952_nঅ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন সিরিজে নতুন আরও দুটি স্মার্টফোন যুক্ত করলো শাওমি। নতুন এই স্মার্টফোন দুটির নাম মি এ২ এবং মি এ২ লাইট। এগুলো ফটোগ্রাফির জন্য ভালো।

দেশে ১৫ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু করে নতুন স্মার্টফোন দুটি পাওয়া যাবে। কম দামে সবচেয়ে ভালো মানের পণ্য দেওয়ার যে প্রতিশ্রুতি শাওমির রয়েছে, এই দুটি ডিভাইস তারই উদাহরণ। শাওমি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সাড়া জাগানো মি এ১ গত বছর বাজারে ছাড়া হয়েছিল। এই ফোনটিই ছিল অ্যান্ড্রয়েড ওয়ান চালিত শাওমির প্রথম স্মার্টফোন। এবার অ্যান্ড্রয়েড ওয়ান চালিত আরও দুটি স্মার্টফোন নিয়ে এলো। এটা গ্রাহকদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে, বিশেষ করে ফটোগ্রাফির ক্ষেত্রে। মি এ২ স্মার্টফোনকে বলা হচ্ছে ফটোগ্রাফির পাওয়ার হাউজ। এর ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে ১২ ও ২০ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ডুয়াল ক্যামেরা এবং এর ফ্রন্ট ক্যামেরাটি ২০ মেগাপিক্সেলের।

এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে কোয়ালকম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইঞ্জিন। অন্যদিকে একটু ছোট আকারের মি এ২ লাইটের ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে ১২ ও ৫ মেগাপিক্সেলের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ডুয়াল ক্যামেরা। এর ব্যাটারি ক্ষমতা ৪ হাজার মিলি-অ্যাম্পিয়ার।39242349_879321612261196_8061562325062123520_n

নতুন দুটি স্মার্টফোন সম্পর্কে শাওমির ভাইস প্রেসিডেন্ট ও শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মানু জেইন বলেন, গত বছর মি এ১ -এর সফলতার পর মি এ২ এবং মি এ২ লাইট স্মার্টফোন দুটি গুগলের সঙ্গে আমাদের চুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এই দুটি স্মার্টফোনের মাধ্যমে আমাদের অ্যান্ড্রয়েড ওয়ান সিরিজটি নতুন উচ্চতায় পৌঁছে গেছে।  মি এ২-এর সব ফিচার বাংলাদেশি মি ফ্যান ও গ্রাহকরা উপভোগ করতে পারবে।