রাশিয়ায় ‘ওয়ার্ল্ড স্কিল’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ

প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশআগামী বছরের ২২ থেকে ২৭ আগস্ট রাশিয়ার কাজানে ওয়ার্ল্ড স্কিল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় তথ্যপ্রযুক্তি বিভাগে অংশগ্রহণ করবে। এজন্য জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ এ বছর বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করে রাইজিং স্টারদের বাছাই করবে। যারা আগামী বছর কাজানের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ জানিয়েছে, বিভাগীয় ও জাতীয় প্রতিযোগিতার সূচি শিগগির ঘোষণা করা হবে। তবে জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ সচিবালয় ইতিমধ্যে তাদের সাইটে ট্রেডগুলো প্রকাশ করেছে, যার ওপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় আইটি সফটওয়্যার সলিউশন ফর বিজনেস, ইনফরমেশন নেটওয়ার্ক ক্যাবলিং এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করা যাবে http://www.nsdc.gov.bd/risingstar/registration এই ঠিকানায়।