যে কারণে ২৫ হাজার অ্যাপ সরালো অ্যাপল

অ্যাপল লোগো (ইন্টারনেট থেকে সংগৃহীত)

কয়েকদিন আগে চাইনিজ অ্যাপ স্টোর থেকে ২৫ হাজার অ্যাপ সরিয়েছে অ্যাপল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি’র খবরে বলা হয়, অ্যাপ স্টোরে ১৮ লাখ অ্যাপ রয়েছে। সেখান থেকেই ২৫ হাজার অ্যাপ সরিয়েছে অ্যাপল।

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই বেশ আলোচনা চলছে। অ্যাপ সরানোর কারণ উদঘাটনে নেমেছেন অনেকেই। তবে শেষ পর্যন্ত রহস্যের জট খুলেছে অ্যাপলের বক্তব্যের মাধ্যমেই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাপ স্টোরে ভুয়া কার্যক্রম কমাতে এবং সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবৈধ অ্যাপগুলো সরানো হয়েছে। মূলত জুয়া সম্পর্কিত অ্যাপগুলোই সরানোর চেষ্টা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ব্যবসায়িক স্বত্বাধিকারী ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে জুয়া সম্পর্কিত অ্যাপ জমা দেওয়া যাবে। অ্যাপ স্টোরের মাধ্যমে ওই অ্যাপ বিতরণ করা হবে কিনা পরবর্তীতে সেটা সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

গত বছরও অ্যাপলের চাইনিজ অ্যাপ স্টোর থেকে ৭০০ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) অ্যাপ সরিয়েছিল অ্যাপল। ভিপিএন অ্যাপ দিয়ে মূলত দেশটিতে নিষিদ্ধ অ্যাপগুলো চালানো হতো।

সূত্র: গেজেটস নাউ