কলেজ কমিউনিটি নামে ফিচার চালু করবে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামকলেজ কমিউনিটি নামে নতুন একটি ফিচার আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ছাতার নিচে থাকতে পারবে। এমনকি এতে যুক্ত হতে পারবে অ্যালামনাই সদস্যরাও।
মূলত ফেসবুকের ধারণা থেকেই এমন একটি ফিচার চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম। ফেসবুকও কলেজ-এক্সক্লুসিভ সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়। যাতে সদস্য হিসেবে থাকবে শিক্ষার্থীরা।
কলেজ কমিউনিটি ফিচারের মাধ্যমে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অন্যের সঙ্গে পরিচিত হতে পারবে। এই ফিচারে থাকবে ক্লাসভিত্তিক আলাদা তালিকা। ফলে কারা বয়সে ছোট, কারা বড় সেটা সহজেই নির্ণয় করা যাবে। এই গ্রুপের সদস্যরা গ্রুপে থাকা অন্য সদস্যদের পাবলিক পোস্টগুলো দেখতে পারবে। এছাড়া প্রয়োজনে তাদের মেসেজও করা যাবে।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। গ্রাহকদের মধ্যে এটা বেশ সাড়া ফেলবে বলে আশা করছে তারা।
সূত্র: দ্য ভার্জ