স্ন্যাপচ্যাটে পাঠানো যাবে মিউজিক্যাল জিআইএফ

স্ন্যাপচ্যাটে টিউনমোজিস্ন্যাপচ্যাটে মিউজিক্যাল জিআইএফ পাঠানো যাবে। এজন্য টিউনমোজির সাহায্য নিচ্ছে স্ন্যাপচ্যাট। বিজনেস ইনসাইডারের বরাত দিয়ে দ্য ভার্জ জানিয়েছে, ব্যবহারকারীদের আরও ভালো সুবিধা উপহার দিতে মিউজিক জিআইএফ সরবরাহকারী টিউনমোজি ও স্ন্যাপচ্যাট এখন থেকে একসঙ্গে কাজ করবে।
টিউনমোজি জিআইএফের সঙ্গে অডিও সংযুক্ত থাকে। কখনও এই অডিও হিসেবে থাকে গান আবার কখনোবা শুধু কথা। টিউনমোজিতে জিআইএফ খোঁজার অপশন রয়েছে। যেকেউ কোনও শব্দ বা ধারণা থেকে সার্চ করলেই নিজের পছন্দের জিআইএফ পেয়ে যাবেন।
এরপর এটা কারও সঙ্গে শেয়ার করতে হলে ওই নির্দিষ্ট ব্যক্তিকে বাছাই করতে হবে। অবশ্য এখন থেকে স্ন্যাপচ্যাটে সেন্ড অপশনটি যুক্ত হওয়ার কথা রয়েছে।
স্ন্যাপচ্যাট ব্যবহারকারীদের জন্য এই ফিচার নতুন হলেও এর অসুবিধা রয়েছে। কেননা, স্ন্যাপচ্যাট থেকে সরাসরি জিআইএফ পাঠাতে পারবেন না ব্যবহারকারীরা। এজন্য টিউনমোজির সহায়তা নিতে হবে। এটাই ব্যবহারকারীদের মধ্যে বিরক্তির জন্ম দেবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

সূত্র: দ্য ভার্জ