আলিবাবায় জ্যাক মার জায়গায় ড্যানিয়েল জ্যাং

আলিবাবাবিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট আলিবাবা গ্রুপের চেয়ারম্যান জ্যাক মার জায়গায় আসবেন ড্যানিয়েল জ্যাং। আলিবাবা গ্রুপ জানিয়েছে, আগামী বছর মা-এর পালন করে আসা সব দায়িত্ব বুঝে নেবেন জ্যাং।
২০১৯ সালের ১০ সেপ্টেম্বর বর্তমান দায়িত্ব ছাড়বেন জ্যাক মা। অর্থাৎ আজ থেকে ঠিক এক বছর পরে তিনি অবসরে যাবেন। আর ওই সময় থেকেই দায়িত্বে নতুন আসবেন জ্যাং।
ড্যানিয়েল জ্যাং ২০১৫ সাল থেকে আলিবাবার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ৪৬ বছর বয়সী জ্যাং সাংহাই ইউনিভার্সিটি অব ফিন্যান্স অ্যান্ড ইকোনোমিক্স থেকে ফিন্যান্স বিষয়ে পড়ালেখা করেন। ২০০৭ সালে আলিবাবায় যোগ দেন তিনি।
টেক ক্র্যাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, চেয়ারম্যানের দায়িত্ব ছাড়লেও ২০২০ সাল পর্যন্ত বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন মা। এরপর থেকে তিনি আজীবন আলিবাবার পার্টনার হয়ে থাকবেন।
জ্যাক মার হাত ধরে ১৯৯৯ সালে অনলাইন মার্কেটপ্লেস হিসেবে যাত্রা শুরু করে আলিবাবা। এরপর ধীরে ধীরে শীর্ষ অবস্থানে আসে প্রতিষ্ঠানটি। বর্তমানের আলিবাবা মানে অনেকে জ্যাক মাকেই বুঝে থাকেন।

সূত্র: টেক ক্রাঞ্চ, দ্য ইকোনোমিক টাইমস