আবার আসছে টেসলার তারহীন চার্জার

তারহীন চার্জারপ্রযুক্তিপ্রেমীদের টেসলা তারহীন চার্জারের কথা এতো সহজে ভুলে যাওয়ার কথা না। আগস্টে বাজারে আসার প্রায় সঙ্গেই সঙ্গেই শেষ হয়ে গিয়েছিল টেসলার ওই চার্জার। সুখবর হচ্ছে, আবারও বাজারে আসছে টেসলার তারহীন চার্জার, তাও আবার প্রায় ১৫ ডলার মূল্যছাড়ে।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানাচ্ছে, ৬৫ ডলারের ওই চার্জারটির আগ্রহী ক্রেতা এবং যারা চার্জারটি কিনতে পেরেছিলেন দুই পক্ষই টুইটবার্তায় টেসলাকে জানিয়েছিল, আবারও বাজারে ছাড়া হোক টেসলা চার্জার। অনেক ব্যবহারকারী আবার কোন ফিচারগুলো টেসলার চার্জারে যোগ করলে ভালো হয়, সে বিষয়েও জানিয়েছিলেন। সবার অনুরোধ শুনেছে টেসলা। নতুন চার্জারটি আগেরটির চেয়েও ভালো পারফর্ম করতে পারবে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।
টেসলার ওয়েবসাইটের সূত্রে জানা গেছে, তাদের নির্মিত আগের তারহীন চার্জারটির ব্যাটারিটি ৬ হাজার মিলিঅ্যাম্প ক্ষমতাসম্পন্ন ছিল এবং আউটপুট ছিল পাঁচ ওয়াট। কালো ও সাদা দুটি রঙয়ে বাজারে এসেছিল চার্জারটি। তারহীন হলেও চার্জারটিতে ইউএসবি-সি ও ইউএসবি-এ পোর্ট ছিল।