তিন ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং

তিন ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাংবাজারে তিন ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং। স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এ৭ ফোনটিতে থাকবে একটি রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ২৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট সম্প্রতি নতুন এই স্মার্টফোনের তথ্য জানিয়েছে।
এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্টফোনটিতে এএমওএলইডি গ্লাস ব্যবহার করা হয়েছে। এতে ১০৮০ বাই ২২২০ ডিসপ্লে রেশিও থাকছে। এছাড়া এতে রয়েছে ৮ কোরের ২.২ গিগাহার্টজ প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ১২৮ গিগার স্টোরেজ, মাইক্রো এসডি স্লট।
এগুলো বাদেও ফিঙ্গার প্রিন্ট সেন্সর ও ডলবি অ্যাটমস সাউন্ড প্রযুক্তিতে চারটি রংয়ে স্মার্টফোনটি বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে স্যামসাং। রঙ চারটির মধ্যে রয়েছে সোনালি, নীল, কালো ও গোলাপি।
এ বছরের অক্টোবরের ১১ তারিখ অনুষ্ঠিতব্য গ্যালাক্সি ইভেন্টে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এনগ্যাজেটের তথ্য অনুযায়ী, স্যামসাংয়ের এই ইভেন্টটি দিক্ষণ কোরিয়ার বদলে অনুষ্ঠিত হবে মালয়েশিয়ায়।