বিক্সবির যন্ত্রণা এড়াতে নতুন সফটওয়্যার

বিক্সবিস্যামসাংয়ের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠছিলেন গ্যালাক্সি নোট ৯ ব্যবহারকারীরা। স্মার্টফোনটির বিক্সবি বাটনে চাপ লাগলেই এসে হাজির হতো ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবাটি। আর বিক্সবি যে তেমন ভালো কোনও সেবা দিয়ে সহযোগিতা করতে পারে তা-ও নয়। সবমিলিয়ে বিরক্তই ছিলেন স্যামসাং গ্যালাক্সি নোট ৯ ব্যবহারকারীরা। এবার তাদের সেই বিরক্তির হাত থেকে রক্ষা করতে এগিয়ে এসেছে স্যামসাংয়ের নতুন সফটওয়্যার।
প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট অ্যান্ড্রয়েড অথরিটির বরাতে জানিয়েছে, বিক্সবির হাত থেকে নোট ৯ ব্যবহারকারীদের বাঁচাতে নতুন এক সফটওয়্যার ছেড়েছে প্রতিষ্ঠানটি। এই সফটওয়্যারের সাহায্যে আর সিঙ্গেল ট্যাপেই চলে আসবে না বিক্সবি। সফটওয়্যারটি বিক্সবিকে শুধু ডাবল ট্যাপে হাজির হওয়ার সুযোগ দেবে।
বিক্সবি যন্ত্রণার হাত থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে স্যামসাং এগিয়ে এলেও, একটি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, কেন এটি বন্ধ রাখার কোনও অপশন রাখেনি স্যামসাং। প্রতিষ্ঠানটির নির্মিত আগের সেটগুলোতে এই সেবা থাকলেও, নোট ৯-এ ছিল না। তবে আর যাই হোক, বিক্সবির হাত থেকে তো রেহাই পাওয়া সম্ভব হয়েছে!