চ্যাটে জিআইএফ ব্যবহারের সুযোগ

ইনস্টাগ্রামফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মেসেজিং প্ল্যাটফর্মে জিআইএফ (গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট) ব্যবহারের সুযোগ দিচ্ছে। ব্যবহারকারীরা ইতিমধ্যে এই সুবিধা পাওয়া শুরু করেছেন। ইনস্টাগ্রামের মেসেজিং প্ল্যাটফর্মের নাম ডিরেক্ট। মূলত ডিরেক্টেই এ সুবিধা পাওয়া যাচ্ছে।
গিফি প্ল্যাটফর্ম থেকে এই জিআইএফ সাপোর্ট পাওয়া যাবে বলে জানিয়েছে গেজেটস নাউ। গিফি হলো একটা অনলাইন ডাটাবেজ ও সার্চ ইঞ্জিন যেখানে বিভিন্ন ধরনের জিআইএফ খুঁজে পাওয়া যায়।
বিভিন্ন প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের সর্বশেষ ভার্সনে ডিরেক্ট প্ল্যাটফর্মের আওতায় নতুন সুবিধাটি পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি অপারেটিং সিস্টেমেই এই ফিচার পাওয়া যাবে।
ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা ছিল মেসেজিং প্ল্যাটফর্মে জিআইএফের ব্যবহার। অবশেষে সেই চাহিদা পূরণ করলো ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। এজন্য এবার ধারণা করা হচ্ছে, জিআইএফের সাহায্যে কমেন্ট করার সুবিধাটিও চালু করবে তারা।
সূত্র: গেজেটস নাউ