অবৈধ ভিওআইপিতে শীর্ষে টেলিটক

বিটিআরসির সংবাদ সম্মেলনঅবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল টার্মিনেশনে শীর্ষে রয়েছে মোবাইল অপারেটর টেলিটক। সোমবার (৮ অক্টোবর) বিটিআরসি আয়োজিত এক সংবাদ সম্মলেন এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকসহ কমিশনের কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিটিআরসি ও র‌্যাব যৌথভাবে ঢাকার বিভিন্ন স্থান থেকে ১০ হাজারের ওপর সিমসহ ৩৭ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে। এরমধ্যে টেলিটকের ৫ হাজার ৭৫টি, এয়ারটেল ও রবির ৩ হাজার ৮৯৭টি, গ্রামীণফোনের ১ হাজার ৪১৪টি, বাংলালিংকের ৪২৬টি, র‌্যাংকসটেলের ১২০টি এবং বাংলালায়নের ১৫টি সিম জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান প্রায় আড়াই কোটি মিনিট কল অবৈধ পথে দেশ আসছে। 

অনুষ্ঠানে আরও জানানো হয়, বিটিআরসি অবৈধ ভিওআইপি শনাক্তে সর্বাধুনিক মেশিন নিয়ে এসেছে যা দিয়ে কোন এলাকার কোন বাসা বা অফিসে অবৈধ ভিওআইপি হচ্ছে, যন্ত্রাংশ কোন আলমারি বা ড্রয়ারে আছে তাও চিহ্নিত করা সম্ভব। আর এ কারণে সম্প্রতি অবৈধ ভিওআইপি কল ধরা সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে আইন প্রয়োগকারী সংস্থা, আইজি ডব্লিউ অপারেটর্স ফোরাম ও বিভিন্ন মোবাইল অপারেটরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।