অ্যাসোসিওর সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আবদুল্লাহ এইচ কাফি

আবদুল্লাহ এইচ কাফিএশিয়া ওশেনিয়া অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতে অসামান্য অবদান রাখায় অ্যাসোসিওর (এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন) সর্বোচ্চ সম্মাননা ‘দ্য অ্যাসোসিও অনারারি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন আবদুল্লাহ এইচ কাফি। জনাব কাফি বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি এবং অ্যাসোসিওর সাবেক চেয়ারম্যান। তিনি বর্তমানে দেশে ক্যানন পণ্যের অনুমোদিত পরিবশেক জেএএন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক।
আগামী ৮ নভেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিও ডিজিটাল সামিটে জনাব কাফিকে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এর আগে  অ্যাসোসিও প্রতিষ্ঠার ৩৫ বছরে এই ‘সর্বোচ্চ সন্মাননা’ পেয়েছেন ৩ জন। তারা হলেন কোরিয়ার ড.ওয়াই টি লিন, তাইওয়ানের রিচার্ড ওয়াইইন, মালয়েশিয়ার হ্যারিস টান। জনাব কাফি হবেন এই সম্মাননা পাওয়া চতুর্থ ব্যক্তিত্ব।
অ্যাসোসিওর বর্তমান চেয়ারম্যান ডেভিড অং-এর স্বাক্ষর করা চিঠির মাধ্যমে আব্দুল্লাহ এইচ কাফিকে এই পুরস্কার প্রাপ্তির কথা জানানো হয়। আগামী ৬-৯ নভেম্বর টোকিতে ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট-২০১৮’ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, এই সামিটে বিসিএস’র বড় একটা প্রতিনিধি দল অংশ নেবে।