৮০০ ভুয়া পেজ বন্ধ করেছে ফেসবুক

ফেসবুকসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সম্প্রতি ৮০০ ভুয়া পেজ বন্ধ করে দিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এসব পেজ বিভিন্ন রাজনৈতিক সুবিধা আদায়ে ব্যবহৃত হতো।
এক ব্লগপোস্টে ফেসবুক জানায়, ৫৫৯টি পেজ ও ২৫১টি অ্যাকাউন্ট এই প্ল্যাটফর্মটি অপব্যবহার করেছে। তারা এমন সব কাজ করেছে যেন মানুষ তাদের পেজে প্রবেশ করে। এভাবেই বেশি মানুষ দেখিয়ে বিজ্ঞাপন থেকে টাকা আয় করেছে ভুয়া পেজগুলো।
প্রতিষ্ঠানটির ব্লগপোস্ট অনুযায়ী, এসব পেজে শেয়ার করা পোস্টের মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়েছে। মূলত ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণই ছিল তাদের লক্ষ্য। এভাবে ভুয়া নিউজ শেয়ার করে নিজেদের শীর্ষস্থানে নিয়ে গেছে তারা।
ভুয়া ফেসবুক পেজ কোনও দুর্যোগ বা সেলিব্রেটি নিয়ে তথ্য প্রচার করতো না। পেজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য মূলত রাজনীতিকে ব্যবহার করেছে ওইসব পেজ। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেক অ্যাকাউন্ট দিয়ে খোলা এ ধরনের ভুয়া পেজগুলোই বন্ধ করেছে তারা। পাশাপাশি ওই নামের ফেক অ্যাকাউন্টগুলোও বন্ধ করা হয়েছে।
এর আগে ভুয়া পেজ চিহ্নিত করতে বেশ সমস্যায় পড়তে হয়েছে ফেসবুককে। কারণ ভুয়া পেজগুলোর প্রচার বা শেয়ার করা সংবাদের ধরন অনেকটা মূল পেজগুলোর মতোই। তাই আসল ও নকলের মধ্যকার পার্থক্য বের করতে বেশ বেগ পেতে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষের।