মাইক্রোসফট সলিউশনস বাস্তবায়নে সফল ইজেনারেশন

অনুষ্ঠানে সংশ্লিষ্টদের ক্রেস্ট দেওয়া হয়আইটি কনসাল্টিং ও সফটওয়্যার সলিউশন প্রতিষ্ঠান ইজেনারেশন লিমিটেড গত জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ৫টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে মাইক্রোসফট সলিউশন সফলভাবে বাস্তবায়ন করেছে। এ উপলক্ষে অতিসম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে মাইক্রোসফটের একমাত্র লাইসেন্সিং সলিউশনস পার্টনার (এলএসপি) হিসেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনী, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, আনোয়ার গ্রুপ ও বিকাশ লিমিটেডে এই প্রান্তিকে মাইক্রোসফট সলিউশনস বাস্তবায়ন করেছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
মাইক্রোসফটের সাউথ ইস্ট এশিয়া নিউ মার্কেটস’র প্রেসিডেন্ট সুক হুন চিয়াহ এই সফলতাকে উদযাপন করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ,ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম শিরিন, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক হোসেইন খালেদ, ব্যাংক এশিয়া লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ জিয়া মোল্লাহ এবং বিকাশ লিমিটেডের সাপ্লাই চেইন অ্যান্ড প্রোকিউরমেন্ট ব্যবস্থাপক এসএম সাকলানুল হক রুমনের হাতে ক্রেস্ট তুলে দেন। এসব প্রতিষ্ঠানে মাইক্রোসফটের মেসেজিং সলিউশনস, অফিস ৩৬৫, অ্যাজিউর হাইব্রিড অ্যান্ড ক্লাউড সলিউশনস, সিস্টেম সেন্টার প্রোডাক্টস অ্যান্ড সলিউশনস, মাইক্রোসফট ডায়নামিকস ৩৬৫, পাওয়ার বি, শেয়ারপয়েন্ট ইত্যাদি সলিউশনস বাস্তবায়ন করা হয়েছে।
ইজেনারেশন লিমিটেড এবং মাইক্রোসফটের যৌথ আয়োজনে অনুষ্ঠানে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন উইথ ইমার্জিং টেকনোলজিস’ শীর্ষক নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়।