অনলাইনভিত্তিক নতুন সেবা সিভিলিংকড

সিভিলিংকডদেশে চালু হয়েছে অনলাইনভিত্তিক সেবা সিভিলিংকড, যা একাধারে সিভি ব্যাংক ও চাকরির বিজ্ঞপ্তি প্রদানের উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে।
এ প্রসঙ্গে সিভিলিংকড’র প্রধান নির্বাহী মীর তাইফুজ্জামান শিশির বলেন, আমরা নিয়ে এসেছি অনলাইনভিত্তিক সেবা সিভিলিংকড। আমরা চাই মানুষ তার যোগ্যতার ওপর ভিত্তি করে সঠিক চাকরি খুঁজে পাক।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিভিলিংকড’র বেশ কিছু সেবার মধ্যে অন্যতম হলো এখানে কোনও প্রার্থীকে চাকরি খুঁজতে হবে না এবং চাকরির আবেদন করতে হবে না। যেহেতু এটা একটা সিভি ব্যাংক তাই এখানে প্রতিটা সিভি চাকরিদাতা কোম্পানির জন্য উন্মুক্ত থাকবে। সুতরাং কোনও সিভি পছন্দ হলে সরাসরি সেই প্রার্থীর সাঙ্গে ফোনে বা মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।
জানা গেছে, সিভি ব্যাংকে ১ লাখেরও বেশি ভেরিফায়েড সিভি জমা আছে। সিভি দেখতে কোনও বাড়তি সার্ভিস চার্জ দিতে হবে না। কোনও কোম্পানি চাইলে এক বা একাধিক সিভি পছন্দ হলে শর্ট-লিস্ট করতে পারবেন এবং নূন্যতম সার্ভিস চার্জের বিনিময়ে সিভি সংগ্রহ করতে পারবেন। একজন চাকরিদাতা তার পছন্দ অনুযায়ী সিভি নির্বাচন করতে পারবেন। সিভিলিংকড’র ওয়েব ঠিকানা http://cvlinked.com/