ইন্টারনেট থেকে গ্রামীণফোনের আয় বেড়েছে

ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানগ্রামীণফোনের গ্রাহক বেড়েছে। বেড়েছে আয়ও। ৭ কোটি ১৪ লাখ গ্রাহক (সংযোগ) এবং আগের বছরের তুলনায় ১১ দশমিক ৮ ভাগ প্রবৃদ্ধি নিয়ে এ বছরের তৃতীয় প্রান্তিক শেষ করেছে অপারেটরটি। অন্যদিকে গ্রামীণফোনের ইন্টারনেট গ্রাহকের (সংযোগ) সংখ্যা ৩ কোটি ৬৩ লাখ।
মঙ্গলবার (২৩ অক্টোবর) অপারেটরটি তার তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এ বছরের প্রথম নয় মাসে অপারেটরটির রাজস্ব আয় হয়েছে ৯ হাজার ৮০১ কোটি টাকা। গত বছরের তুলনায় ইন্টারনেট থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ১৯ দশমিক ৫ ভাগ আর ভয়েসে (কথা বলা) বেড়েছে ৪ দশমিক ৮ ভাগ।
এ উপলক্ষে গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি বলেন, তৃতীয় প্রান্তিকে বেশ কিছু নির্দেশনা বাস্তবায়িত হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইন্টারনেটে ভ্যাট হ্রাস এবং সমন্বিত ফ্লোর ট্যারিফ। এই সময়ে ৩৮ লাখ ফোরজি গ্রাহক পেয়েছি। আমাদের মোট গ্রাহকের অর্ধেকের বেশি ইন্টারনেট ব্যবহার করছেন।
জানানো হয়, বছরের প্রথম নয় মাসে ২৬ দশমিক ৬ মার্জিনসহ কর পরবর্তী নেট মুনাফা হয়েছে ২ হাজার ৬০১ কোটি টাকা। এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে ১৯.৩১ টাকা।