স্ন্যাপচ্যাটকে পেছনে ফেলেছে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামস্ন্যাপচ্যাটের চেয়ে ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এর প্রমাণ পাওয়া গেছে সাম্প্রতি এক জরিপে। যুক্তরাষ্ট্রে তরুণদের মধ্যে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হিসেবে ইনস্টাগ্রামের দিকে বেশি আগ্রহী হচ্ছে তারা।
যুক্তরাষ্ট্রের ৮ হাজার ৬০০ তরুণের মধ্যে এ গবেষণা পরিচালিত হয়। এতে দেখা যায়, ৮৫ শতাংশ তরুণ মাসে একবার হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করেন। অন্যদিকে স্ন্যাপচ্যাটের ক্ষেত্রে এই পরিমাণ ৮৪ শতাংশ। তবে জনপ্রিয়তার প্রশ্নে তাদের মতামত পাল্টে যায়। অংশগ্রহণকারী ৪৬ শতাংশ তরুণের কাছে প্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাট এবং ৩২ শতাংশ তরুণের পছন্দ ইনস্টাগ্রাম।
স্ন্যাপচ্যাটের দৈনিক ব্যবহারকারীর সংখ্যা প্রথমবারের মতো কমে যায় আগস্টে। আর এ মাসের ১১ তারিখ এর শেয়ার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, প্রতিষ্ঠানটি অর্থ সংকটের মধ্যে রয়েছে। এই তুলনায় ইনস্টাগ্রামের অবস্থা বেশ ভালো। গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিনিয়ত নতুন সব ফিচার চালু করছে প্রতিষ্ঠানটি। ফলে তরুণরা এর প্রতি আকৃষ্ট হচ্ছে। ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তথ্য বলছে, বর্তমানে প্রতিদিন গড়ে ৪০ কোটি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। যা স্ন্যাপচ্যাটের সংখ্যার চেয়ে দ্বিগুণ।
সূত্র:বিবিসি