প্রাথমিক শিক্ষায় তথ্যপ্রযুক্তি অন্তর্ভুক্ত করার আহ্বান

বিজয়ীর হাতে উঠছে পুরস্কারডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার নতুন প্রজন্মকে জ্ঞানসমৃদ্ধ করে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় তথ্যপ্রযুক্তি অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন। শিশু, কিশোরদের প্রোগ্রামিং প্রতিযোগিতা তথ্যপ্রযুক্তি চর্চার ক্ষেত্রে মাইলফলক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রোগ্রামিং মেধার বিকাশ ও সৃজনশীলতার ক্ষেত্রকে বিকশিত করে।’
মন্ত্রী মঙ্গলবার (৩০ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে জাতীয় শিশু কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০১৮-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই শিশুদের প্রোগ্রামিং শিক্ষা দিতে হবে।’ তিনি মনে করেন, প্রোগ্রামিংয়ের চর্চাটা ছোট থেকেই হওয়া উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যেন প্রোগ্রামিং, কোডিংসহ তথ্যপ্রযুক্তিতে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে। এ লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে।’ তিনি বলেন, ‘উদ্ভাবন ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।’ তিনি সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে উপস্থিত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল’র (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’র (সিআরআই) নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস ও বিসিসি’র পরিচালক ইনামুল হক।

শিশুদের তথ্যপ্রযুক্তি শিক্ষায় আগ্রহী করতে এ বছরের মার্চ মাস থেকে সারাদেশে ১৮০টি স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করে কম্পিউটার কাউন্সিল ও ইয়াং বাংলা। প্রাথমিক ও মাধ্যমিক ২টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত জুনিয়র এবং নবম থেকে দশম পর্যন্ত সিনিয়র গ্রুপে ভাগ করা হয়। দেশের সব জেলা থেকে ৫ হাজারের বেশি প্রতিযোগী অংশ নেয় এতে। পরে প্রাথমিক ও মাধ্যমিক গ্রুপের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের ল্যাপটপ, সার্টিফিকেট, বই, স্মার্টফোন ও ক্রেস্ট দেওয়া হয়।