অ্যাপলের নতুন ম্যাকবুক ম্যাকমিনি ও আইপড

অ্যাপল ইভেন্টঅবশেষে ঘোষণা এলো অ্যাপলের নতুন ম্যাকবুক ও আইপডের। ম্যাকবুক প্রো ও আইপড প্রো নামের এ দুটি ডিভাইসের ঘোষণা এসেছে ৩০ অক্টোবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত অ্যাপল ইভেন্টে নতুন এ দুটি পণ্যের ঘোষণা দেয় অ্যাপল।
ম্যাকবুক এয়ারের নতুন সংস্করণ হিসেবে আসা ম্যাকবুক প্রো এসেছে ১৩.৩ ইঞ্চি রেটিনা ডিসপ্লে সুবিধা নিয়ে। দুটি থান্ডারবোল্ট ৩ পোর্ট সুবিধাযুক্ত এ ম্যাকবুকের থাকছে টাচ আইডি সুবিধা। এছাড়া থাকছে অষ্টম প্রজন্মের ইন্টেল আই-৫ প্রসেসর, ১৬ গিগাবাইটের র‌্যাম, ১.৫ টেরাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ১২ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা। আগের ম্যাকবুক এয়ারের চেয়েও অনেক পাতলা এ ডিভাইসটি। ম্যাকবুক প্রো পাওয়া যাবে ১ হাজার ১৯৯ ডলারে।
আরও উন্নত সুবিধা নিয়ে নতুন ম্যাক মিনিও এসেছে। ম্যাক মিনি ২০১৮ নামের এ ডিভাইসে থাকছে ৪ কোরের অষ্টম প্রজন্মের প্রসেসর, ৬ গিগাবাইট র‌্যাম, থান্ডারবোল্ট ৩ পোর্ট, এইচডিএমআই, ইউএসবি-এ পোর্ট ইত্যাদি। ম্যাক মিনি'র দাম পড়বে ৭৯৯ ডলার।
চমক হিসেবে ঘোষণা এসেছে নতুন আইপ্যাডের।  আইপ্যাড প্রো নামের এ ডিভাইস আগের আইপ্যাডের চেয়ে বেশ উন্নত এবং নতুন নকশাযুক্ত। যুক্ত হয়েছে লিকুইড রেটিনা ডিসপ্লে যা আইফোন এক্সআর এ ব্যবহার করা হয়েছে। হোম বাটনের জায়গায় এসেছে ফেসআইডি ব্যবহারের সুবিধা। আইওএস ১২'র সবগুলো সুবিধাই এ আইপ্যাডে ব্যবহার করে নতুন অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। যুক্ত হয়েছে নতুন অ্যাপল পেন্সিল। ১১ ইঞ্চি পর্দার ৬৪ গিগাবাইটের আইপ্যাড প্রো পাওয়া যাবে ৭৯৯ ডলারে। এছাড়া ১২.৯ ইঞ্চি পর্দার ৬৪ গিগাবাইটের দাম পড়বে ৯৯৯ ডলার। নতুন এ ডিভাইসগুলো বাজারে পাওয়া যাবে ৭ নভেম্বর থেকে।  

অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খুব শিগগিরই আসছে আইওএস ১২.১ সংস্করণ। এতে যুক্ত হতে যাচ্ছে গ্রুপ ফেসটাইম সুবিধা, নতুন আইফোনে দুই সিম ব্যবহার এবং নতুন বেশ কিছু ইমোজি।  

সূত্র:  ডিজিটাল ট্রেন্ডস, দ্য ভার্জ, দ্য টেলিগ্রাফ